ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বছরের শুরুতে ভারত সফরে যাবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
বছরের শুরুতে ভারত সফরে যাবে ইংল্যান্ড

নতুন বছরের শুরুতে ভারত সফরে যাবে ইংল্যান্ড এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলবে তারা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

 

আসন্ন সফরে ভারতের বিপক্ষে চারটি টেস্ট খেলবে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি। যার মধ্যে ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় তৃতীয় টেস্ট খেলবে দু’দল।  

সিরিজের প্রথম দুই টেস্ট হবে চেন্নাইয়ে এবং পরের দুই টেস্ট হবে আহমেদাবাদে।  

টেস্ট সিরিজ ছাড়াও দু’দল আহমেদাবাদে ৫টি টি-টোয়েন্টি এবং পুনেতে ৩টি ওয়ানডে সিরিজ খেলবে।  

প্রত্যেক ম্যাচ সমর্থকবিহীন জৈব-নিরাপত্তা বলয়ের মধ্যে হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।