বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনা জেমকনের হয়ে ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। শ্বশুর অসুস্থ থাকায় সোমবার (১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন তিনি।
কিন্তু জীবিত অবস্থায় আর শ্বশুরকে দেখতে পেলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই দুঃসংবাদ শুনতে হলো সাকিবকে।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী উম্মে শিশিরের বাবা মমতাজ আহমেদ (৭২)। সাকিবের শ্বশুরের বাড়ি নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ইউনিয়নে। যুক্তরাষ্ট্রেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজ আহমেদ।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। তবে টুর্নামেন্টে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। ৯ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১০ রান। বল হাতে নিয়েছেন ৬ উইকেট।
শুক্রবার (১৮ ডিসেম্বর) ফাইনালে সাকিবের দল খুলনা মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রামের।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ইউবি