সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী বছরের শুরুতে হতে যাচ্ছে টি-টেন লিগের চতুর্থ আসর। এরই লক্ষ্যে বুধবার ৮ দলের টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হয়েছে ।
আসরের ড্রাফটে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটাদের মধ্যে অন্যরা হলেন, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি ও মেহেদি হাসান।
তাসকিন, মোসাদ্দেক আর মুক্তারকে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এছাড়া মোহাম্মদ হাফিজ, লরি ইভান্স, প্রবীণ তাম্বেরা আছেন এই দলে।
পুনে ডেভিলস দলে নিয়েছে নাসির হোসেনকে। এই দলের আইকন ক্রিকেটার শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া পাকিস্তানের মোহাম্মদ আমির, ইংল্যান্ডের স্যাম বিলিংস, শ্রীলঙ্কার চামারা কাপুগেদারা ও অজন্থা মেন্ডিসের মতো তারকারা আছেন এই দলে।
দুই অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান আর আফিফ হোসেনকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। এই দলের আইকন ক্রিকেটার লঙ্কান পেসার ইসুরু উদানা। এছাড়া দলে আছেন আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মুজিব উর রহমানের মতো তারকা।
টুর্নামেন্ট শুরু হবে ২৮ জানুয়ারি থেকে, চলবে ৬ ফেব্রয়ারি পর্যন্ত। সবগুলো ম্যাচ হবে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও ওয়াহাব রিয়াজের মতো টি-টোয়েন্টির সুপারস্টাররাও খেলবেন এই টুর্নামেন্টে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এমএমএস