ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুটের 'স্পেশাল' সেঞ্চুরির পর স্বস্তিতে দিন পার ইংলিশদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
রুটের 'স্পেশাল' সেঞ্চুরির পর স্বস্তিতে দিন পার ইংলিশদের সেঞ্চুরির পর রুট/ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচকে রাঙিয়ে দিয়ে সেঞ্চুরি তুলে নিলেন জো রুট। শুধু কি তাই, টেস্টে এটি তার টানা তৃতীয় ত্রিশতক।

অধিনায়কের এমন 'স্পেশাল' সেঞ্চুরিতে ভর করে চেন্নাই টেস্টের প্রথম দিনটা স্বস্তি নিয়েই পার করেছে ইংল্যান্ড।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ৩ উইকেটে ২৬৩ রান নিয়ে শেষ করেছে ইংলিশরা। রুট ১২৮ রানে অপরাজিত আছেন।  

৬৩ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর ডম সিবলিকে নিয়ে ২০০ রান যোগ করেন রুট। দিনের শেষ ওভারে আউট হওয়ার আগে সিবলি ২৮৬ বলে ৮৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন।  

সিবলিকে আউট করে উইকেটে খুঁটি গেড়ে বসা জুটি ভাঙলেও ভারতের পথের কাঁটা হয়ে আছেন রুট। এর আগে ওপেনার রোরি বার্নস ৩৩ ও ড্যান লরেন্স শূন্য রানেই বিদায় হন।

দক্ষিণ এশিয়ার মাটিতে রুট বরাবরই রান বন্যা বইয়ে দেন। গত মাসেই শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে এসেছেন তিনি। আর ভারতের মাটিতে করলেন টানা তৃতীয়টি।  

শ্রীলঙ্কা সফরে ব্যাটে রানের বন্যা বইয়ে দেন রুট। প্রথম টেস্টে ২২৮ রানের পর দ্বিতীয় টেস্টে ১৮৬ রান করে লঙ্কানদের বিপক্ষে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ জেতান তিনি। এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের পুরস্কার হিসেবে প্লেয়ার অব দ্য সিরিজও হন ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।  

এর আগে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরির কীর্তি ছিল কলিন কাউড্রে (১৯৬৮) এবং অ্যালেক স্টুয়ার্টের (২০০০) দখলে।

টেস্ট ইতিহাসে মাত্র দশম ব্যাটসম্যান হিসেবে এবং ২০১৭ সালে হাশিম আমলার পরে প্রথম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন রুট। টেস্ট ক্যারিয়ারে ২০তম সেঞ্চুরিটি ১২ বাউন্ডারিতে সাজিয়েছেন এই ডানহাতি।  

শততম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি করার একমাত্র কীর্তিটি রিকি পন্টিংয়ের দখলে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১২০ ও ১৪৩ রানের ইনিংস খেলেন।  

এদিকে ইংলিশদের ইনিংসে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ভারতীয় বোলিং অ্যাটাক। ইনজুরি কাটিয়ে ফেরা জসপ্রীত বুমরাহ নিয়েছেন ২ উইকেট। বাকি উইকেট গেছে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।