ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের কাছে হেরে চারে নেমে গেল ভারত 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ইংল্যান্ডের কাছে হেরে চারে নেমে গেল ভারত  বিরাট কোহলি ও জো রুট/ছবি: সংগৃহীত

দীর্ঘদিন টেস্ট চ্যাম্পিয়িনশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ভারত। কিন্তু ইংলিশদের কাছে চেন্নাই টেস্টে হারের পর এক ঝটকায় চারে নেমে গেল কোহলিবাহিনী।

অন্যদিকে জয়ী দল ইংল্যান্ড উঠে এলো শীর্ষে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। দেশের মাটিতে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় ধরনের পরিবর্তন আসে। যেখানে ভারত নেমে যায় চারে এবং শীর্ষে উঠে আসে ইংল্যান্ড।

তবে ভারতের সামনে এখনও শীর্ষে উঠে আসার সুযোগ রয়ে গেছে। সিরিজে বাকি আছে ৩ ম্যাচ। এগুলো জিততে পারলে সিংহাসন পুনর্দখল করতে পারবে স্বাগতিকরা। কিন্তু আপাতত ভারতের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথ অনেক কঠিন হয়ে গেছে। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৬৮.৩ শতাংশ হারে ৪৩০ পয়েন্ট।

শীর্ষে উঠে আসা ইংল্যান্ড ৭০.২ শতাংশ হারে ৪৪২ পয়েন্ট অর্জন করেছে। এর আগে ৭০ শতাংশ হারে ৪২০ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ৬৯.২ শতাংশ হারে ৩৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। পাঁচে উঠে আসা পাকিস্তান ৪৩.৩ শতাংশ হারে ২৮৬ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হেরে যাওয়া বাংলাদেশ এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।