বাংলাদেশের বিশাল সংগ্রহের জবাবটা ভালোভাবেই দিচ্ছে শ্রীলঙ্কা। বিনা উইকেটেই ১০০ ছাড়িয়ে গেছে লঙ্কানদের দলীয় সংগ্রহ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ওপেনারের ব্যাটে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ ১০৮ রান। লাহিরু থিরিমান্নে ৫৮ ও অধিনায়ক দিমুথ করুনারত্নে ৩৭ রানে ব্যাট করছেন। এখন পর্যন্ত পাঁচ বোলার ব্যবহার করেও কোনো সাফল্য পাননি টাইগার দলপতি মুমিনুল হক।
এর আগে ৭ উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
ক্যান্ডির পাল্লেকেলের স্টেডিয়ামে শুক্রবার ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাট করে ফিফটি তুলে নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস। লিটন ৫০ রান করে আউট হয়ে গেলেও ৬৮ রানে অপরাজিত থাকেন মুশফিক।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এমএইচএম