ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে গড়িয়েছে।

এই টেস্টে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হলো পেসার মোহাম্মদ শরিফুল ইসলামের। এবাদত হোসেনের পরিবর্তে তিনি সুযোগ পেয়েছেন।

শ্রীলঙ্কান দলে দুটি পরিবর্তন হয়েছে। অভিষেক হলো বাঁহাতি অফস্পিনার প্রবীন জয়াবিক্রম। এছাড়া অফস্পিন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর ইনজুরির কারণে লাহিরু কুমারা ছিটকে গেছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশন ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, প্রবীন জয়বিক্রম।

বাংলাদেশ সময: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।