চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আইপিএলে জৈব-সুরক্ষা বলয়ে থাকার পরও সর্বশেষ এই অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ হলো।
এবারের আইপিএলে থাকা প্রথম বিদেশি হিসেবে করোনায় আক্রান্ত হলেন হাসি। মঙ্গলবারই তার করোনা ধরা পড়ে। তবে চেন্নাই পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরও একবার টেস্ট করায়।
করোনায় আক্রান্ত হওয়ার ফলে আইপিএলে থাকা অন্য অস্ট্রেলিয়ানদের সঙ্গে তিনি যোগ দিতে পারছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআইয়ের পরিকল্পনা অনুযায়ী এখানের অস্ট্রেলিয়ানদের ভারত থেকে মালদ্বীপ অথবা শ্রীলঙ্কায় পাঠানো হবে। আর সেখান থেকেই তারা নিজ দেশে ফিরবেন। কেননা ভারতজুড়ে করোনা মহামারি বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া সরকার দু’দেশের সমস্ত ফ্লাইট নিষিদ্ধ করেছে।
এদিকে চেন্নাই দলের তৃতীয় ব্যক্তি হিসেবে কোভিড পজিটিভ হলেন হাসি। এর আগে বোলিং কোচ লক্ষীপতি বালাজি ও কর্মকর্তা আক্রান্ত হয়েছিলেন।
এর আগে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ও আইপিএলের ৮ দলের ৪ দলের মাঝে করোনা সংক্রমণ হওয়ায় মঙ্গলবার স্থগিত হয়ে যায় আইপিএল ২০২১।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ০৫, ২০২১
এমএমএস