ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাবার মৃত্যুতে আইপিএল ছেড়ে দেশে ফিরছেন রাদারফোর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
বাবার মৃত্যুতে আইপিএল ছেড়ে দেশে ফিরছেন রাদারফোর্ড শেরফেইন রাদারফোর্ড/সংগৃহীত ছবি

চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অবস্থা বেশ সঙ্গিন। হারতে হারতে দলটির শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এই অবস্থায় দলটির জন্য আরও দুঃসংবাদ হয়ে এলো শেরফেইন রাদারফোর্ডকে হারানো। বাবার মৃত্যুর কারণে দেশে ফিরে গেছেন এই ক্যারিবীয় ব্যাটার।

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'শেরফেইন রাদারফোর্ডের বাবার মৃত্যুতে সানরাইজার্স হায়দরাবাদ পরিবার তার ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। কঠিন এই সময়ে পরিবারের সঙ্গে থাকতে তিনি আইপিএলের জৈব-সুরক্ষা বলয় ছেড়ে যাবেন। '

গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ খেলেছেন রাদারফোর্ড। ১২৭.১৮ স্ট্রাইক রেটে তিন ফিফটিতে ২৬২ রান করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো সরে দাঁড়ানোয় শেরফেইন রাদারফোর্ডকে আইপিএলের দ্বিতীয়ভাগের জন্য দলে নিয়েছিল হায়দরাবাদ। তবে এবারের আইপিএলে তার কোনো ম্যাচ খেলা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad