ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ফের আফগানদের বিপক্ষে টেস্ট বাতিলের হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
ফের আফগানদের বিপক্ষে টেস্ট বাতিলের হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার

এই সপ্তাহের শেষেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ সিরিজটি বাতিলের ঘোষণা দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মূলত তালেবানের দখলে থাকা আফগানিস্তানে নারীদের খেলাধুলোর অনুমতি না দিলেই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিএ’র প্রধান নির্বাহী নিক হকলে।

এ বছরেরই নভেম্বরে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত মাসেই সিরিজ না খেলার হুঁশিয়ারি দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই কথাই ফের একবার জানিয়ে দিলেন হকলে।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথা বলেছি। হয়ত এই সিরিজে আমরা খেলব না। পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের অবস্থান খুব স্পষ্ট। আগে আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলা নিয়ে কোনও সমস্যা ছিল না। সেই পরিস্থিতিই যেন থাকে, সেটাই আমরা বলেছি। ’

এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী পূর্ণ সদস্যভুক্ত প্রত্যেক দেশে একটি নারী জাতীয় দল থাকতে হবে। যে কারণে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।  

অবশেষে দীর্ঘ সমালোচনা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনুমতি পাচ্ছে আফগানিস্তান। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অ্যালার্ডিচ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।