ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বৃষ্টি থামলেও খেলা শুরু নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, ডিসেম্বর ৭, ২০২১
বৃষ্টি থামলেও খেলা শুরু নিয়ে শঙ্কা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। তবে আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে জানিয়েছে, খেলা শুরু হবে এবং দিনে ৮৬ ওভার পর্যন্ত খেলা চলতে পারে।

এরইমধ্যে বাংলাদেশের বোলাররা মাঠে নেমে বোলিং অনুশীলন শুরু করে দিয়েছেন।

আবারও দিনের শুরুতেই বৃষ্টির দাপট। অবশ্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লো থেমে থেমে। কিন্তু আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকায় খেলা শুরু নিয়ে শঙ্কা দেখ দিল। অবশ্য বেশ কিছুক্ষণ পর হালকা সূর্যের আলো উঁকি দিতেই আম্পায়াররা মাঠ পরিদর্শনে এলেন।  

বৃষ্টির আশঙ্কায় সকাল থেকেই পিচ ঢেকে রাখা হয়েছিল। এরপর সকাল ১০টা ১০ মিনিটে মাঠ পরিদর্শনে নামেন। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আলোর রেখায় চারপাশ কিছুটা উজ্জ্বল হতে শুরু করেছে। এর মাঝে কাভার সরিয়ে উইকেট রোল করাও হলো। দুই দলের ক্রিকেটাররা মাঠেও নামলেন। বাংলাদেশের ক্রিকেটাররা গা গরম করতে ফুটবলও খেললেন।  

মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা জানিয়েছেন, সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হবে খেলা। পুরো দিনে ৮৬ ওভার খেলা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তারা মাঠ পরিদর্শন শেষে ফিরতেই ফের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে।  

২ উইকেট হারিয়ে ১৮৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং করবে পাকিস্তান দল।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।