ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনেই ১৬ উইকেটের পতন, এগিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
প্রথম দিনেই ১৬ উইকেটের পতন, এগিয়ে ভারত

ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে ভারত। গোলাপি বলের এই দিবা-রাত্রি টেস্টের প্রথম দিনেই দুদলের ১৬ উইকেটের পতন হয়েছে।

প্রথমে ব্যাট করতে নামা ভারত অলআউট হলেও মান বাঁচিয়েছেন ছয় নম্বরে নামা শ্রেয়াস আইয়ার। একের পর এক উইকেট হারাতে থাকা ভারতকে ম্যাচে ধরে রেখেছিলেন তিনি। তবে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে নার্ভাস নাইন্টির শিকার। ৯২ রানের ইনিংস তিনি সাজিয়েছিলেন ১০টি চার ও ৪টি ছয় দিয়ে।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার (১২ মার্চ) শ্রীলঙ্কার বিরুদ্ধে হাউসফুল গ্যালারির সামনে খেলতে নেমেছিল রোহিত শর্মার ভারত। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন হিটম্যান। নবম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন রোহিত। তবে এদিন ব্যাট হাতে রোহিতের প্রাপ্তি মাত্র ১৫ রান।

রোহিতের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শুরুতেই রান আউট হন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। যদিও পরে দেখা যায় সেই বলটি নো বল ছিল। মাত্র ৪ রানের মাথায় মাঠ ছেড়ে বেরিয়ে যান মায়াঙ্ক। এরপর রোহিত আউট হলে আসেন হনুমা বিহারি। দশ ওভারের মধ্যে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২৯ রান ২ উইকেট হারিয়ে। চার নম্বরে ক্রিজে আসেন কোহলি। কোহলি-বিহারি জুটি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রবীণ জয়বিক্রমা এই জুটিকে জমাট হতে দেননি। ৩১ রানের মাথায় বিহারি ফেরেন সাজঘরে। এরপর পন্থের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন কোহলি।  

কিন্তু তাতেও সফল হতে পারেননি তিনি। ব্যাঙ্গালুরু কোহলির কাছে সেকেন্ড হোম। কিন্তু সেই ঘরের মাঠেও ফের বড় রান করতে ব্যর্থ হলেন বিরাট। ২৩ রানের মাথায় ডি সিলভার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কোহলি।

এরপর ঋষভ পন্থের সঙ্গে গুরুত্বপূর্ণ ৪০ রানের পার্টনারশিপ গড়েন শ্রেয়াস আইয়ার। নিজের আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন পন্থ। কিন্তু বড় রানের ইনিংস গড়তে পারলেন না ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার। ৩৯ রান করে মাঠ ছাড়েন পন্থ। এরপর শ্রেয়াস লড়াই চালিয়ে যান। সিরিজের প্রথম টেস্টে ব্যাটে-বলে বাজিমাত করা জাদেজা  ব্যাট হাতে কোনো জাদু দেখাতে পারেননি। ৪ রানের মাথায় লাসিথ এম্বুলডেনিয়াকে উইকেট দিয়ে বসেন তিনি। এরপর অশ্বিন-অক্ষর-শামি-বুমরাহর সঙ্গে ছোট ছোট হলেও গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন শ্রেয়াস। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরিটা হাতছাড়া করেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। তবে তার ৯২ রানের ইনিংসে ভর করেই ২৫২ রানে গিয়ে থামে টিম ইন্ডিয়া।

প্রথম দিনের তৃতীয় সেশনের শুরু থেকেই শুরু হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। তবে শুরুতেই ধাক্কা খান করুণারত্নেরা। বুমরাহ-অশ্বিনদের দাপটে ব্যাটিং বিপর্যয় নেমে আসে লঙ্কান শিবিরে। কিছুটা লড়াই করে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪৩ রান করে বুমরাহর শিকার হন তিনি। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ৮৬।  

এ দিনের ম্যাচে ৭ ওভার বল করে ৩টি মেডেনসহ ১৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ। ২টি উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি ও একটি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল।  

লঙ্কানরা এখনও ১৬৬ রানে পিছিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।