ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাটলারের সেঞ্চুরির পর বোলারদের সাফল্যে রাজস্থানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
বাটলারের সেঞ্চুরির পর বোলারদের সাফল্যে রাজস্থানের জয়

চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি এলো জস বাটলারের ব্যাট থেকে। আর তাতে ভর করে বিশাল সংগ্রহ পেল রাজস্থান রয়্যালস।

পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো তারা।  

আজ শনিবার মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২৩ রানে জয় পেয়েছে রাজস্থান। টানা দ্বিতীয় এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে দলটি।

শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে রাজস্থান। ওপেনিংয়ে নেমে ৬৬ বলে ১১ চার ও ৫ ছক্কায় দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ৩০০তম টি-টোয়েন্টি খেলতে নামা বাটলার। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ও আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন ২১ বলে ৩০ ও ক্যারিবীয় ব্যাটার শিমরন হেটমায়ার ১৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৫ রান করেন।

বল হাতে মুম্বাইয়ের পেসার জসপ্রিত বুমরাহ ও ইংলিশ পেসার টাইমাল মিলস ৩টি করে উইকেট নেন। বাকি উইকেট নেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড।

জবাবে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে পারে মুম্বাই। ওপেনার ঈশান কিষাণ ৪৩ বলে করেন ৫৪ রান। এছাড়া ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। আর পোলার্ড ২৪ বল খেলেও মাত্র ২২ রান করেই বিদায় নেন। বল হাতে রাজস্থানের নবদ্বীপ সাইনি ২টি এবং ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জস বাটলার।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।