ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৭ উইকেট হারিয়ে বড় হারের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
৭ উইকেট হারিয়ে বড় হারের পথে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পোর্ট এলিজাবেথে ২৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুটা খুব বাজেভাবেই করেছে মুমিনুলবাহিনী।

এদিন কেশভ মহারাজের প্রথম ওভারেই উইকেট বিলিয়ে দেন মুশফিকুর রহিম। ৮ বলে ১ রান বিদায় নেন তিনি।

ব্যাট হাতে থিতু হতে পারেননি মুমিনুলও। মহারাজের বলেই সুইপ করার চেষ্টায় সহজ ক‍্যাচ দিয়ে ৫ রানে ফিরলেন টাইগার অধিনায়ক। তার সঙ্গী হলেন ইয়াসির আলিও। ক্রিজে নেমেই হার্মারের বলে উইকেট হারান তিনি। এরপর থিতু হয়ে থাকা লিটন দাসও মহারাজের বলে উইকেট হারান। ৩৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান।  

এর আগে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চার ব্যাটারের ফিফটিতে ভর করে সব উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৪৫৩ রান। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৮৪ রান আসে মহারাজের ব্যাট থেকে। বল হাতে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৬ উইকেট। ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।  

জবাবে প্রথম ইনিংসে ২১৭ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর টাইগারদের ফলোঅনে না ফেলে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতেই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে তাদের লিড দাঁড়ায় ৪১২ রানের। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রানের। সেই লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনে মাঠে নেমেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।