ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দাসুন শানাকাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
দাসুন শানাকাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার দল ঘোষণা

এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন ছিল চলতি বছরের ৮ আগস্ট। নির্ধারিত সময়ের ১২ দিন পর দল ঘোষণা করলো স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট।

দল নিয়ে সবুজ সংকেত দিতে দেরী করছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। অবশেষে তাদের অনুমতি পেয়েই দল ঘোষণা করলো এশিয়া কাপের আয়োজক দেশ শ্রীলঙ্কা।

দাসুন শানাকাকে অধিনায়ক রেখে সেরা তারকাদের নিয়েই দল দেয় শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তান ১৫ জনের, বাংলাদেশ-আফগানিস্তান ১৭ জনের স্কোয়াড দিলেও শ্রীলঙ্কা তাদের দলে রেখেছে ২০ জনকে।

সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন চারিথ আসালাঙ্কা। দলে রয়েছেন অভিজ্ঞ কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল। এ ছাড়া রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশমন্থ চামিরা। এশিয়া কাপ ২০২২ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে চলমান রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতায় এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আরব আমিরাতে।

২৭ অগাস্ট টুর্নামেন্টে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। 'বি' গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ বাংলাদেশ।

শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, প্রবিন জয়াবিক্রমা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নেন্দো, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নেন্দো, কাসুন রাজিথা।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।