ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সামর্থ্যের চেয়ে শতভাগ বেশি দেওয়ার অঙ্গীকার টাইগারদের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
সামর্থ্যের চেয়ে শতভাগ বেশি দেওয়ার অঙ্গীকার টাইগারদের

টি-টোয়েন্টিতে ফর্মটা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। শেষ ১৫ ম্যাচের কেবল দুটিতে এসেছে জয়।

তবে নতুন অধিনায়ক ও টেকনিক্যাল পরামর্শক নিয়ে এশিয়া কাপে ভালো কিছুর প্রত্যাশা সবার।

আগামী মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এর আগে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। শুক্রবারের অনুশীলনশেষে উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় জানিয়েছেন, সামর্থ্যের চেয়ে বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা সবাই মনে করছি দারুণ একটি প্রভাব ফেলতে পারবো। টিমকে যতটুক দেয়ার সামর্থ্য আছে তার থেকে শতভাগ বেশি দেয়ার চেষ্টা করবো সবাই। এই অঙ্গীকার সবাই করেছে, এবং এটা বিশ্বাস করি যে আমরা পারবো। ’

টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে নিয়ে বিজয় বলেছেন, ‘আসলে শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। বোলিং-ব্যাটিং এবং স্পিন বিভাগ, ফিল্ডিং বিভাগ আমরা কিভাবে কী করব, এটা আসলে আমরা পরিষ্কার মনোভাব নিয়ে আছি। প্রতিটা ক্রিকেটার জানে তাদের কাজটা কী। ’

‘সাকিব ভাই থেকে শুরু করে টিমের সিনিয়র-জুনিয়র ক্রিকেটার যারা আছে সবাই আন্তরিক, এবং খুবই মনোযোগী অনুশীলনে। দুই দিন অনুশীলন করে মনে হচ্ছে আমরা খুব ভালো প্রস্তুতি নিচ্ছি। পরিকল্পনা অনুযায়ী কার কি রুটিন, কার কি দায়িত্ব এগুলি খুবই মনোযোগের সঙ্গে করার চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।