ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে ‘খুব ভালো’ দল বলছেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
বাংলাদেশকে ‘খুব ভালো’ দল বলছেন দ্রাবিড়

সাকিব আল হাসান স্পষ্টই বলেছেন, বাংলাদেশ ভারতকে হারিয়ে দিলে সেটা হবে ‘আপসেট। ’ শক্তি কিংবা সামর্থ্যের বিচারে ভারত এগিয়ে বড় ব্যবধানে।

চলতি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বাদে দারুণ খেলছে তারা।  

তবে বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেইডে বুধবার মাঠে নামার আগে সমীহের সুর ভারত কোচ রাহুল দ্রাবিড়ের কণ্ঠে। সাকিব আল হাসানের সঙ্গেও ফেভারিট তত্ত্বে একমত নন তিনি। দ্রাবিড় বলছেন, এই বিশ্বকাপে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কাউকে।

তিনি বলেছেন, ‘আমি মনে করি আমরা তাদেরকে অনেক সম্মান করি। তারা খুবই ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ আমাদের দেখিয়েছে যে আপনি কোন দলকেই হালকাভাবে নিতে পারবেন না। আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে যেমন, এমন উদাহরণ বেশ কয়েকটা আছে এবারের আসরে। ’

‘আর আমরা বাংলাদেশকে নিশ্চিতভাবেই হালকা ভাবে নিচ্ছি না। আমাদের প্রস্তুতি তেমনই হবে যেমনটা পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিলো। কোন পরিবর্তন হবে না। ’

চলতি বিশ্বকাপে বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি ম্যাচ। এছাড়া দেখা মিলেছে রোমাঞ্চকর সব লড়াইয়েরও। ব্যাটার ও বোলাররাও জানান দিচ্ছেন নিজেদের নৈপুন্য। দ্রাবিড় বলছেন, আবহাওয়া বাদে এই বিশ্বকাপ দারুণ হচ্ছে।

তিনি বলেন, ‘ফ্যাক্ট হচ্ছে, এটা অনেক সংক্ষিপ্ত ফরম্যাট। এখানে জয়-পরাজয়ের ব্যবধান বেশিরভাগ ক্ষেত্রে ১২-১৫ রানের হয় যা কেবল ২ টা হিট (ছক্কা)! এটা এমন ফরম্যাট যে আপনার পক্ষে বলা মুশকিল কারা পরিষ্কারভাবে ফেভারিট। তাছাড়া কন্ডিশন দুই দলের মধ্যে প্লেয়িং ফিল্ডে সাম্যতা এনেছে ভালোভাবেই। বাউন্ডারি বেশ বড়, উপমহাদেশে যেই শটে আপনি ছক্কা পেতে পারেন সেই শটে এখানে আউট হতে হচ্ছে। তো সবকিছু বিবেচনায় আনলে আবহাওয়া বাদে এই টুর্নামেন্ট দারুণ হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।