ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে রামগদি গুইসাপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
হাটহাজারীতে রামগদি গুইসাপ উদ্ধার

চট্টগ্রাম: হাটহাজারীতে সাড়ে ৬ কেজি ওজনের বিলুপ্তপ্রায় রামগদি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ। যার দৈর্ঘ্য সাড়ে ৪ ফুট।

 

বুধবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকার ওবায়দুল হকের বাড়ি থেকে ডব্লিউএসআরটিবিডি’র সহযোগিতায় বিলুপ্তপ্রায় সাপটি উদ্ধার করা হয়।

পরে বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলার গহীন জঙ্গলে বনে সাপটিকে অবমুক্ত করা হয়।

হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে রাতেই ডব্লিউএসআরটিবিডি’র সহযোগিতায় রামগতি গুইসাপটি উদ্ধার করি। পরে সকালে সাপটিকে অবমুক্ত করি। সাপটির দৈর্ঘ্য সাড়ে ৪ ফুট এবং ওজন প্রায় সাড়ে ৬ কেজি।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad