ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচন: ইউনাইটেড বিজনেস ফোরামের প্রচারণা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, অক্টোবর ১৭, ২০২৫
চেম্বার নির্বাচন: ইউনাইটেড বিজনেস ফোরামের প্রচারণা শুরু ...

চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন উপলক্ষে চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীর নেতৃত্বে শুরু হয়েছে ইউনাইটেড বিজনেস ফোরামের নির্বাচনী প্রচারণা।  

শুক্রবার (১৭ অক্টোবর) বাদ আসর হজরত শাহ আমানত (র.) এর মাজার জেয়ারত শেষে এফবিসিসিআইর সাবেক পরিচালক ও ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হকসহ প্রার্থীরা ফিনলে স্কয়ার ব্যবসায়ী মালিক সমিতির সাথে মতবিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, অর্ডিনারি গ্রুপ থেকে রাইজিং কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসাইন চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, রাজা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ইস্টিভেটর ফ্রেন্ডস সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক আমান উল্লা আল ছগির ছুট্ট, চুমকি অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হায়দার চৌধুরী, নিউ কর্ণফুলী ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আলম, ফালগুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম ইসমাইল খান, প্রান্তিক মেরিন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার, টার্নিং পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক আসাদ ইফতেখার, জেএসএম এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, দি ফোর হুইলার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, স্ট্যান্ডার্ড লজিস্টিক সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।  

অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মার্স মেরিটাইম সার্ভিসেস লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন আল আজাদ, মেরিডিয়ান ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফা কামাল পাশা, সাহির ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আলম খান, জার ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হাসান, স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, জিকু এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম নুর, পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ হিরো, বিজিএমইএর সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সভা শেষে ব্যবসায়ী নেতারা মিমি সুপার মার্কেট ও ফিনলে স্কয়ার মার্কেট দোকান মালিকদের সঙ্গে গণসংযোগ করেন।

আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।