ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের উন্নয়নে পেশাজীবীদের কাজ করার আহ্বান ফজলে করিমের 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
দেশের উন্নয়নে পেশাজীবীদের কাজ করার আহ্বান ফজলে করিমের 

চট্টগ্রাম: দেশের উন্নয়নে সাংবাদিকসহ পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

সোমবার (২ জানুয়ারি) সকালে নগরের পাথরঘাটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সহ সভাপতি ও এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ মনজুর কাদের মনজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক দিনের খবরের বিশেষ প্রতিনিধি খোরশেদুল আলম শামীম এবং সমাজসেবা সম্পাদক ও বাংলানিউজ২৪.কমের সিনিয়র রিপোর্টার আল রাহমান’র সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামসহ  স্থানীয় রাজনৈতিক নেতারা।

এসময় রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী প্রেস ক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

সেইসঙ্গে তিনি প্রেস ক্লাবে তিনবার বিজয়ী হওয়ায় সাংবাদিক মনজুর কাদের মনজুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।