ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২২ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল দোভাষ ফাউন্ডেশন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
২২ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল দোভাষ ফাউন্ডেশন 

চট্টগ্রাম: নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা দেওয়া হয়েছে ২২ জন বীর মুক্তিযোদ্ধাকে।  

শনিবার (৭ জানুয়ারি) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম।

ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোরশেদের সভাপতিত্বে ও  ফাউন্ডেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা আসিফ ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম আকতারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ আমাদের চেতনার নাম, আমরা যাতে এই চেতনাকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং একইসঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে এদেশের মানুষের কাছে তুলে ধরতে পারি সেজন্য নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন কাজ করছে।  

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ২২ জন বীর মুক্তিযোদ্ধারা হলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এস. এম. ইউসুফ (মরণোত্তর), এ. কে. এম. আবদুল মতিন চৌধুরী, চৌধুরী মাহাবুবুর রহমান, রফিকুল আলম চৌধুরী, নুরুল ইসলাম, ফজল আহমদ চৌধুরী, বাদশা মিঞা, প্রয়াত বৃন্দাবন নাথ (মরণোত্তর), কবির আহমেদ, খায়ের আহমদ, গাজী মো. আবুল কাসেম, আবদুল মান্নান, মো. আলী আহামদ, নুর মোহাম্মদ, মোহাম্মদ নুরুল আলম, শেখ বদিউল আলম, মোহাম্মদ ইছহাক, আহমদ ছগির, মো. আবুল কাশেম চৌধুরী, মো. নুরুল আলম, আবদুল গফুর এবং মো. আবু তাহের।

এসময় আরো বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার, এস এম কুতুব, ডা. জাহাঙ্গীর, পটিয়া উপজেলা যুবলীগ নেতা ইউছুপ খান, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল কাদের, ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদ খান নিলয়, আরাফাত জুয়েল, আরাফাত সানি ও মারুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।