ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জানুয়ারি ১০, ২০২৩
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থাপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু।

 

এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন পারভেজ, সহ-সভাপতি শাহাজাদা চৌধুরী, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো. আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও থানা ছাত্রলীগের দফতর সম্পাদক নোমান চৌধুরী রাকিন, পাঁচলইশ থানা ছাত্রলীগ নেতা মো. ইব্রাহিম রুবেল, মো. তানভীর হোসেন, মো. আরাফাত হোসেন, আবু সাঈদ চৌধুরী নিশান, ওবাইদুল আলম শাকিল, আরশাদ মিশন, জয়নাল আবেদিন রাহাত, সোলাইমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩ 
বিই/টিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।