ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আজ থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, সেপ্টেম্বর ৩০, ২০২৫
আজ থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন

চট্টগ্রাম: শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন বন্ধে ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’। এছাড়া যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম-ঢাকা রুটেও বিশেষ ট্রেন চলবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে ‘ঢাকা স্পেশাল’। চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

চট্টগ্রাম থেকে পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।

এ ছাড়া ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেস্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে এই ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১টায়। ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।

প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্ম সফিকুর রহমান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তনগর ট্রেনের মতো সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বাংলানিউজকে বলেন, পূজা ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের চাপ সামাল দিতে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ১৮টি কোচ নিয়ে আজ থেকে স্পেশাল ট্রেন যাত্রা করবে। প্রথমদিন চট্টগ্রাম থেকে এরপর ঢাকা কক্সবাজার রুটে এ স্পেশাল ট্রেন চলাচল করবে।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।