ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, অক্টোবর ১, ২০২৫
বোয়ালখালীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে জালাল উদ্দীন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এ ঘটনা ঘটেছে।

নিহত জালাল ওই এলাকার আবদুল মাঝি বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। তিনি একটি দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের এশার নামাজের সময় মিফতাহুল উলুম মাদরাসার পুকুরে অজু করতে গিয়েছিলেন জালাল উদ্দীন। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় পরিবার ও এলাকাবাসী তার খোঁজে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘাটে তার জুতা পড়ে  থাকতে দেখে পুকুরে নেমে তল্লাশি করলে রাত ১টার দিকে জালালের লাশ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের লাশ হস্তান্তর করা হয়।  

বিই/এসআরএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।