চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের প্রধান চারটি স্থানসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব।
পূজার আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য আয়োজকদের কাছে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।
প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম সিটি করপোরেশন পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের আয়োজন করেছে। পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকায় কর্ণফুলীতে, কালুরঘাট এলাকায়, কাট্টলী রানী রাসমনি ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়ার সুযোগ রয়েছে।
পতেঙ্গায় প্রতিমা নিয়ে যাওয়ার জন্য এলিভেটেড এক্সপ্রেস হয়ে এবং আউটার রিং রোড ব্যবহারের পরামর্শ দিয়েছেন নগর নেতৃবৃন্দ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১২টা থেকে প্রতিমা বিসর্জনের কথা রয়েছে। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য বিসর্জন দেওয়ার স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এদিকে, পতেঙ্গা সমুদ্র সৈকতে বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বাংলানিউজকে জানান, প্রতিমা বিসর্জনের জন্য গতকাল সকাল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত থাকবে। আয়োজকরা লালখান বাজার হয়ে খুব সহজেই পতেঙ্গায় প্রতিমা নিয়ে যেতে পারবেন। এছাড়া শহরের অন্যপ্রান্তের আয়োজকরা আউটার রিং রোড হয়ে প্রতিমা নিয়ে পতেঙ্গায় আসতে পারবেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম জেলায় দুর্গাপূজা শেষ হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন।
এমআর/টিসি