চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিবছরের মতো এবারও সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নগরের আন্দরকিল্লা জেএম সেন হলের পূজামণ্ডপে সকাল সাড়ে ১০টায় সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে নানা বয়সী নারীরা মা দুর্গাকে প্রণাম, মিষ্টি, পান, পায়ে সিঁদুর দিয়ে বিদায় জানান। এরপরএকে অপরের মুখে সিঁদুর মাখিয়ে দেন।
তারা ব্যক্তিগত ও পারিবারিক সুখ, শান্তির পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি জন্য মায়ের আশীর্বাদ কামনা করেন।
নিরূপমা দাশ বাংলানিউজকে বলেন, সিঁদুর খেলা আমাদের ঐতিহ্য। এর মধ্য দিয়ে আমাদের সম্পর্কের উন্নয়ন হয়।
পূজা কমিটির সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ সিঁদুর খেলার উদ্বোধন করেন।
নিখিল কুমার নাথ বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়েছে। এখন আমরা প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি নিচ্ছি। পতেঙ্গা সৈকতসহ সাগর, নদী, খাল, দীঘিতে প্রতিবছরের মতো প্রতিমা নিরঞ্জন হবে।
এআর / টিসি