ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু, আক্রান্ত ২৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, অক্টোবর ১, ২০২৫
চট্টগ্রামে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু, আক্রান্ত ২৬ সংগৃহীত প্রতীকী ছবি

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত এক কিশোরীর মৃত্যুর খবর জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬ জন নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।  

ডেঙ্গুতে মৃত্যু হওয়া জয়ত্রী নামে ওই কিশোরী গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ৩০ সেপ্টেম্বর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এবছর ডেঙ্গুতে ৬ নারীসহ ২০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে ২৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৪১ জনে। এর মধ্যে ১ হাজার ৩৬৩ মহানগরের এবং ১ হাজার ১৭৮ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।


এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।