ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, অক্টোবর ২, ২০২৫
সীতাকুণ্ডে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি গ্রেপ্তার গ্রেপ্তার ধর্ষক খোকন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি খোকনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। খোকন, একই উপজেলার পশ্চিম মুরাদপুর জেলে পাড়ার মৃত হানিফের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীতাকুণ্ড থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি খোকন সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে অভিযান চালিয়ে পশ্চিম মুরাদপুর এলাকায় নিজ বাড়ি থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, সীতাকুণ্ড থানায় ২০২৫ সালের ২১ আগস্ট দায়ের করা ওই মামলার নম্বর ২৩। মামলায় প্যানাল কোডের ৩২৩/৩৭৯ ধারাসহ ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩) ধারা যুক্ত করা হয়েছে। মামলায় খোকন এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ছিলেন। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নিতে খোকনকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এমআই/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।