ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি ৩৪তম ব্যাচের ৪র্থ পুনর্মিলনী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
চবি ৩৪তম ব্যাচের ৪র্থ পুনর্মিলনী  পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৪তম ব্যাচের ৪র্থ পুনর্মিলনী দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় এ উপলক্ষে চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউ ক্লাব ৩৪ এর সভাপতি কে এম শহীদুল কাওসার।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউ ক্লাব ৩৪ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন ও রাফিয়া রুমি।

উপাচার্য বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের গৌরব। বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাজীবন শেষে তারা স্বীয় মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। কর্মক্ষেত্রে ব্যস্ততার মাঝে এ পুনর্মিলনীর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা সবাই একত্রে মিলিত হবার সুযোগ লাভ করেছে। এতে একদিকে যেমন পরিবার-পরিজন নিয়ে তাদের বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে, অন্যদিকে সতীর্তদের কাছে পাওয়ায় তাদের বন্ধুত্বের সম্পর্ক আরও সৃদুঢ় হবার ক্ষেত্র তৈরি হয়েছে।  

উপাচার্য প্রাক্তন শিক্ষার্থীদের স্ব স্ব অবস্থান থেকে এ বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ অব্যাহত রেখে সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। পূর্বাহ্নে উপাচার্য বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুনর্মিলনী উপলক্ষে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।

দিনব্যাপি আনন্দ আয়োজন কর্মসূচির মধ্যে ছিল- আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ ও কথামালা, মধ্যাহ্ন ভোজ, বিচিত্রানুষ্ঠান ও র‌্যাফেল ড্র। পুনর্মিলনী অনুষ্ঠানে ৩৪তম ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা,  জানুয়ারি ১৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।