চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকের পর একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কেন এসব ষড়যন্ত্র করছে দেশের জনগণ অবগত।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রের একটি কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি পৌরসভা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। এ কার্যক্রমে সব নেতা-কর্মীদের কাজ করতে হবে।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে পৌরসভা বিএনপি সদস্য সচিব আবুল কালাম আজাদ ও মুনসুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আহম্মেদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মিহির চক্রবর্তী, বদিউল আলম তালুকদার, নুরুল ইসলাম মেম্বার, মহিউদ্দিন আজম তালুকদার, হাফেজ মো. জয়নাল, নাছির উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, খালেদ মাহমুদ বাবুল, মো. এনাম, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মেদ, আবু আজম তালুকদার, মহিবুল্লাহ বাহার, ডা. নাজিম, শাহারিয়ার চৌধুরী, জসিম উদ্দিন নান্নু, দিদারুল আলম, আজম খান, জাহেদ মেম্বার প্রমুখ।
এমআই/পিডি/টিসি