ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
লোহাগাড়ায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা 

চট্টগ্রাম: লোহাগাড়ার আমিরাবাদে আইন অমান্য করে আবাদযোগ্য কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় মো. জাহেদ হোসেন নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার( ১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম আমিরাবাদের খৈয়ারকুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

তিনি বাংলানিউজকে বলেন, আইন অমান্য করে আবাদযোগ্য কৃষি জমির উপরিভাগের মাটির কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ ধরনের বিধি বহির্ভূত কাজ আর করবে না মর্মে অঙ্গীকারনামাও প্রদান করেন তিনি।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।