ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জিইসির কনসার্টে গুলিতে আহত তরুণ ছাত্রদলের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, অক্টোবর ১২, ২০২৫
জিইসির কনসার্টে গুলিতে আহত তরুণ ছাত্রদলের

চট্টগ্রাম: নগরের জিইসি এলাকায় কনসার্টে পুলিশের গুলিতে আহত নাজির শরিফ (২৩) ছাত্রদলের কর্মী। কনসার্টে উত্তেজনার খবর শুনে ছুটে গিয়েছিলেন তিনি।

একপর্যায়ে গুলিবিদ্ধ হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

শরিফুল ইসলাম বলেন, আহত শরিফ ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের কর্মী। কনসার্টে ঝামেলা হচ্ছে শুনে ছুটে এসেছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমরা তাকে দেখতে গেছি। আশাকরি দ্রুত রিলিজ পাবেন।  

এ ঘটনায় করণীয় নির্ধারণে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।  

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কনসার্টে জয়বাংলা স্লোগানকে ঘিরে উত্তেজনা, ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় আহত হন মো. রাজু (৩৩), আল হোসেন কালু (২৫) ও নাজির শরিফ (২৩)। তাদের তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।