ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসাম্প্রদায়িক চেতনার রোল মডেল বাংলাদেশ: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
অসাম্প্রদায়িক চেতনার রোল মডেল বাংলাদেশ: নাছির ...

চট্টগ্রাম: বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার রোল মডেল বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে নগরের জেএম সেন হলে চট্টগ্রাম আইন কলেজ ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

 

তিনি বলেন, পৃথিবীর বুকে অসাম্প্রদায়িক চেতনায় দাঁড়িয়ে আছে বহু ধর্ম, বর্ণ, গোত্র নিয়ে এক বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনার বেদীমূলে দাঁড়িয়ে বাঙ্গালি দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে।

হাজার বছর ধরে এই অসাম্প্রদায়িক চেতনায় আমাদের মূল ভিত্তি হয়ে পথ দেখিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। আমাদের আগামীর প্রজন্ম  অসাম্প্রদায়িক চেতনায় বড় হোক। একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনে অসাম্প্রদায়িক হোক মূল ভিত্তি- এই মোটোকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।   

ছাত্র-যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ শাখার সভাপতি অনিক নাথ আদিত্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমিত চৌধুরী সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, ইঞ্জিনিয়ার ইনিস্টিউট বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, এডিশনাল পিপি অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদার, অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, হিল্লোল সেন উজ্জ্বল, প্রণব সাহা, অ্যাডভোকেট ধৃতিমান আইচ, বাণী অর্চনা কমিটির আহ্বায়ক রাজিব পাল কাব্য ও সদস্য সচিব এ্যানি গুপ্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।