ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

খাবার হোটেলের যে পরিবেশ ধরা পড়ল অভিযানে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জুলাই ৯, ২০২৫
খাবার হোটেলের যে পরিবেশ ধরা পড়ল অভিযানে ...

চট্টগ্রাম: বেশিরভাগ খাবার হোটেলের সামনে পরিবেশনের অংশটি পরিচ্ছন্ন রাখা হলেও রান্নাঘরের পরিবেশ নোংরা। পচা ডিম, শিল্পে ব্যবহারের লবণ ব্যবহারের পাশাপাশি তেলাপোকার বিচরণও রয়েছে।

 

বুধবার (৯ জুলাই) নগরের নিউমার্কেট স্টেশন রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের নিয়মিত তদারকিতে এসব বিষয় ধরা পড়ে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিমের সমন্বয়ে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অংশ নেন সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার, আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।  

মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, পচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির জন্য গুলিস্তান হোটেলে ১০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি এবং খাদ্যদ্রব্যের মধ্যে হাজার হাজার তেলাপোকার বিচরণ থাকায় আজাদী হোটেল অ্যান্ড বিরিয়ানি রেস্টুরেন্টে ৫০ হাজার, শিল্প লবণ ব্যবহার করে খাবার রান্না এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে গণি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

একই অভিযানে মেয়াদোত্তীর্ণওষুধ বিক্রি করায় কাদের ফার্মেসিকে ২ হাজার এবং বেশি দামে ওষুধ বিক্রি করায় শফি ইনানী ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।  

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম চলবে বলে জানান তিনি।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।