ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিলেন চারুকলার শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিলেন চারুকলার শিক্ষার্থীরা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।  

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনরত চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী জহির রায়হান বাংলানিউজকে বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট বক্তব্য পাইনি। প্রশাসন ভবন মেরামতের উদ্যোগ নিয়েছে কিন্তু আমাদের স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি।

তাই আমরা আন্দোলন চালিয়ে যাব।

গত ২ ফেব্রুয়ারি রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়লেও এবার মূল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।