ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অভিনব কায়দায় প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
অভিনব কায়দায় প্রতারণা, গ্রেফতার ২

চট্টগ্রাম: প্রাইভেটকারযোগে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে মো. মারুফুল চৌধুরী মুহিম ও মো. আব্দুল্লাহ আল মামুন নামে দুই প্রতারককে গ্রেফতার করেছেন কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের কাজীর দেউড়ির হোটেল রেডিসন ব্লুর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, আনোয়ারা থানার চাতুরি ৪নং ওয়ার্ডের কাদের মেম্বার বাড়ির মুহসীন চৌধুরীর ছেলে মারুফুল চৌধুরী মুহিম ও নগরের  কোতোয়ালী থানার এনায়েত বাজার বাটালী রোডের এম এ আজিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গত ১ ফেব্রুয়ারি মো. গোলাম রাব্বি নামে একজনের মোবাইল হাতিয়ে নেয় প্রতারক চক্র।

ক্রেতা সেজে তাকে রেডিসন ব্লুর সামনে যেতে বলা হয়। পরে বিভিন্নভাবে তাকে বুঝানো হয় খুব বড় একজন ব্যবসায়ী মোবাইলটা কিনবেন। গাড়ি নিয়ে ম্যানেজারের আসা দেখে রাব্বি বিশ্বাসও করে। পরে তার তাদের কোন খোঁজ খবর না পেয়ে রাব্বি থানায় অভিযোগ করলে তার অভিযোগ তদন্তে নেমে এই চক্রের সন্ধান পাই আমরা। তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতাররা ফেসবুকে মার্কেট প্লেসে মোবাইল বিজ্ঞাপন দেখে কেনার জন্য অর্ডার দেয়। যারা মোবাইল বিক্রয় করতে আসে তাদেরকে হোটেল রেডিসন এর বিপরীত পাশে দাঁড়াতে বলে। মোবাইল বিক্রয়কারী স্থানে যাওয়া মাত্রই তার কাছে একটি প্রাইভেটকার পাঠিয়ে তাকে গাড়িতে বসায় এবং রেডিসন ব্লুর সামনে নিয়ে গাড়ি থামান। মোবাইল বিক্রয়কারীকে গাড়ীতে বসিয়ে বসের সঙ্গে দেখা করার কথা বলে একজন থেকে নেমে যায়। পরবর্তীতে মোবাইল বিক্রয়কারীকে কিছুক্ষণ বসিয়ে রেখে তারা লুকিয়ে থাকে। মোবাইল বিক্রয়কারী ব্যক্তি গাড়ি থেকে নেমে তাদেরকে খুঁজতে গেলে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে প্রতারকরা পালিয়ে যায়। শুক্রবার দুপুরে তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট   আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।