ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে ‘ক্রিয়েটিভ রাইটিং’শীর্ষক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
সিআইইউতে ‘ক্রিয়েটিভ রাইটিং’শীর্ষক কর্মশালা

চট্টগ্রাম: সৃজনশীল লেখালেখির নানান কলাকৌশল আর শিক্ষার্থীদের মাঝে পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হল ‘ক্রিয়েটিভ রাইটিং’শীর্ষক দিনব্যাপি কর্মশালা।  

সম্প্রতি নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের স্টুডেন্টস সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ রাইটার্স ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে কর্মশালা পরিচালনা করেন বৃটিশ লেখক ও যুক্তরাজ্যের স্বানসি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ক্রিয়েটিভ রাইটিংস বিভাগের অধ্যাপক ওয়েন শিয়ার্স।  

তিনি তার বক্তব্যের শুরুতেই কবিতায় স্থানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

প্রথমে একটি কবিতা শিক্ষার্থীদের পড়তে দেন। এরপর সেখানে যে শব্দগুলো বাদ পড়েছে সেগুলো কি হতে পারে তা জানতে চান। পরে আলোচনায় ওয়েন শিয়ার্স একে একে লেখালেখির বিভিন্ন দিক-শব্দচয়ন, বর্ণনা, কল্পনাশক্তি, গল্পভাবনাসহ সৃজনশীল চিন্তা-ধারণা বৃদ্ধির ধাপগুলো চমৎকারভাবে ফুটিয়ে তোলেন।  

সিআইইউর ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের মডারেটর ও সহকারি অধ্যাপক শাকিলা মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বর্তমান ডিন ড. শাহ আহমেদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।