ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দেয়ালিকা প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দেয়ালিকা প্রকাশ ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের সার্কেল অব ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার এর প্রেস অ্যান্ড পাবলিকেশন ক্লাবের উদ্যোগে দেয়ালিকা “West Wind” প্রকাশিত হয়েছে।  

প্রেস অ্যান্ড পাবলিকেশন ক্লাবের উপদেষ্টা ইংরেজি বিভাগের শিক্ষক তানজিন সুলতানার সভাপতিত্বে দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী।

অতিথি ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর শাশ্বতী দাশ, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ফার্মেসী বিভাগের শিক্ষক জাহেদ বিন রহিম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আকতার, এমএ ইন ইংলিশ এর কো-অর্ডিনেটর মো. আজিম উদ্দিন।

সার্কেল অব ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার এর ভিপি রাজিব রিফাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস অ্যান্ড পাবলিকেশন ক্লাবের সদস্য সাদিয়া জামান, প্রত্যাশা বড়ুয়া, সুচিত্রা সেন, অনিমেষ ভট্টাচার্য, তাহমিনা রিয়া, আনিসুর রহমান, সৌরভ প্রমুখ।

মোড়ক উন্মোচনকালে অতিথিরা বলেন, ইংরেজি বিভাগের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীরা নিজ হস্তে লিখিত দেয়ালিকা প্রকাশের মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অনেক বেশি সক্রিয়। যার ফলে ইতিমধ্যে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা লাভ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম অর্জন করেছে। এই দেয়ালিকায় যাদের লেখা স্থান পেয়েছে, তারা ইংরেজি ভাষা চর্চার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস, যা ভবিষ্যৎ জীবনে সাহিত্য চর্চায় সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।