চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রীসংস্থা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চবি শাখা ছাত্রীসংস্থার সেক্রেটারি জেনারেল নাহিমা আক্তার দীপা বলেন, গাজীপুরে ছাত্রী ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজের ভয়াবহ চিত্র তুলে ধরছে।
সংগঠনের প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু নারীর ওপর নির্যাতন বন্ধ হচ্ছে না, কারণ বিচারহীনতার সংস্কৃতি এখনো রয়ে গেছে। সরকারকে অবিলম্বে নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এমএ/পিডি/টিসি