ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানে শতাধিক অসহায় পেল ইফতার সামগ্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, মার্চ ২৩, ২০২৩
জামালখানে শতাধিক অসহায় পেল ইফতার সামগ্রী ...

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি পক্ষ থেকে জামালখান ওয়ার্ডের শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) নগরের সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুল মাঠে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলাম আশিকের ব্যবস্থাপনায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

বক্তব্য দেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহ সভাপতি হাজী সাহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, ইউনিট সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, নগর যুবলীগ নেতা শিভু প্রসাদ চৌধুরী, মোনোয়ার আলম চৌধুরী নোবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহামুদুল করিম, ডবলমুরিং থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম আরদিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সদস্য তারেক হাসান সজীব, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক আলামিন হোসেন, পাহাড়তলী থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ, কোতোয়ালী থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাহামুদুল ইসলাম খান মিনহাজ, সদস্য সাদাফ ওসমান খান, জামালখান ওয়ার্ড ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আলম আলিফ, এনায়েত বাজার ওয়র্ড ছাত্রলীগ নেতা নিয়াজ উদ্দিন তামিম।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।