ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে ২ হাজার পরিবার পেল সেহেরি-ইফতার সামগ্রী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
সন্দ্বীপে ২ হাজার পরিবার পেল সেহেরি-ইফতার সামগ্রী 

চট্টগ্রাম: সুকানী ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপ উপজেলার দুই হাজার পরিবারের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোজা শুরুর আগেই ইফতার ও সেহেরি সামগ্রীগুলো পরিবারের মাঝে পৌছে দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ)  আয়েশা আনোয়ারা নুরিয়া হাফেজিয়া মাদ্ররাসা ও এতিমখানা প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করেন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন।  

এ সময় তিনি বলেন, সংযমের মাস রমজানে অসহায় ও গরীব পরিবারগুলো যাতে রোজা রাখতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমার সামান্য উপহার।

এই উপহারগুলোর মাধ্যমে অসহায় পরিবারগুলোর সামান্য যদি উপকার হয় তাহলেই আমার কষ্ট সার্তক হবে। আমার ক্ষুদ্র প্রচেষ্ঠায় চারটি ইউনিয়নের মধ্যে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছি। আগামীতে আরও বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনা করার ইচ্ছে আছে।

মগধরা ইউনিয়নে সেহেরী ও ইফতার বিতরণের পর মাইটভাঙ্গা, মুছাপুর ও হারামিয়া ইউনিয়নেও এসব সামগ্রী বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।