চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। সে কারণে দ্রুত নির্বাচন চায়।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৪ নম্বর ভূজপুর ইউনিয়নের ৩-৪ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম পাবলিক হাইস্কুল মাঠ প্রাঙ্গণে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ভূজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু তৈয়ব মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন বাচ্চু, খালেদ মাহমুদ বাবুল, মোহাম্মদ আলী তালুকদার, নূরুল ইসলাম মেম্বার, আবু আজম তালুকদার, মো. এনাম, আবুল বশর মেম্বার।
ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম মেম্বার ও ভূজপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন জামাল, মোশরাফুল আনোয়ার মশু, সহিদ, আমান, মোজাহারুল ইকবাল লাভলু, মো. হারুন, এমদাদ, নাজিম, সালমান, আনোয়ার, হাসেম, জসিম, শাহীন, শাহ্ আলম তালুকদার, মুসা, এমদাদুল হোসেন এমদাদ, শাহাজাহান, জুয়েল, ইয়াছিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইরফান, মো. ফরহাদ, হাসান, আরিফ, আদনান, ইরফাত, আসিফ প্রমুখ।
এসি/টিসি