ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের লাশ মিললো মাছের খামারে 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, অক্টোবর ১৯, ২০২৫
সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের লাশ মিললো মাছের খামারে  ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় নিখোঁজ থাকার ৩ দিন পর মাছের খামার থেকে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমাদার পাড়া মেডিখোলা এলাকায় লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

ওই ব্যক্তির নাম মনির আহমদ (৭৮)। তিনি ১ ছেলে ও ৪ কন্যার জনক এবং স্থানীয় মৃত অলি মিয়া মেম্বারের ছেলে।

বুধবার (১৫ অক্টোবর) বিকালে তিনি নিখোঁজ হন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মনির আহমদের নাতনী জামাই বেলাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে- তিনি পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন। রাত ৩টার দিকে দাফন করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার হোসেন জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।