ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঈদ আনন্দে মেতেছে শিশুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
ঈদ আনন্দে মেতেছে শিশুরা ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাই ঈদের দিনে নতুন পোশাকে অভিবাবকদের সঙ্গে বেরিয়ে পড়েছে নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে।

বিশেষ করে নগরের কাজীর দেউড়ি এলাকার শিশুপার্ক ও পাহাড়তলীর চিড়িয়াখানা ছিল শিশুদের কোলাহলে মুখরিত।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানা ও শিশুপার্কে গিয়ে দেখা যায় উপচে পড়া ভিড়।

যেন কোথাও তিল ধারণের ঠাঁই নেই। শিশুপার্কের রাইডগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিশুদের মানিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের।  

অন্যদিকে পরিবারের ছোট সদস্যদের নিয়ে চিড়িয়াখানায় এসেছেন অভিবাবকরা। ঘুরে বেড়ানোর পাশাপাশি শিশুদের বিভিন্ন প্রাণীর সঙ্গে পরিচয়ও করিয়ে দিচ্ছেন তারা। প্রতিটি বন্যপ্রাণীর খাঁচার পাশে বিপুল সংখ্যক দশনার্থী ও শিশুর উপস্থিতি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।