ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ঢাবির ভর্তি পরীক্ষা: শেষদিনে অনুপস্থিত ৩১২ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
চবিতে ঢাবির ভর্তি পরীক্ষা: শেষদিনে অনুপস্থিত  ৩১২ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার শেষদিন চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপস্থিতির হার ৯৪ দশমিক ১১ শতাংশ।  

শনিবার (১৩ মে) বিকেলে উপস্থিতির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চবি ব্যবসায় প্রশাসন  অনুষদের ডিন অধ্যাপক ড. হেলাল উদ্দিন নিজামী।

তিনি বলেন, ঢাবির ব্যবসায় প্রশাসন ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৫ হাজার ২৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৯৮৬ জন অংশগ্রহণ করেছেন। শতকরা উপস্থিতির হার ৯৪ দশমিক ১১ শতাংশ।

এছাড়া অনুপস্থিত ছিলেন ৩১২ জন। অনুপস্থিতির হার ৫ দশমিক ৮৯ শতাংশ।  

এর আগে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। চবির সমাজ বিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।