ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ১৪, ২০২৩
চান্দগাঁওয়ে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু  ছবি প্রতীকী

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকায় নজরুল কলোনীতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাছিনা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন।  

রবিবার (১৪ মে) সকাল ১০টায় নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার মাইজ্জা মিয়ার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালুরঘাট ও চাক্তাই লামার বাজার স্টেশনের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম মেডিক্যান কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় একটি কলোনীতো অগ্নিকাণ্ডে এক নারীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।