ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যানবাহনের আয়ুষ্কাল বৃদ্ধিতে পরিবহন সচিবকে চিঠি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩
যানবাহনের আয়ুষ্কাল বৃদ্ধিতে পরিবহন সচিবকে চিঠি  ...

চট্টগ্রাম: যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল বৃদ্ধির বিষয়ে পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীকে চিঠি দিয়েছেন চট্টগ্রামের পরিবহন নেতারা।  

শনিবার (১০ জুন) সকালে নগরের সার্কিট হাউসে যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল পুনর্বিবেচনা শীর্ষক মতবিনিময় সভায় সচিবের হাতে চিঠি তুলে দেন পরিবহন নেতারা।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম চৌধুরী ও চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহুর আহমদ পরিবহন নেতাদের পক্ষে সচিবের কাছে চিঠি হস্তান্তর করে।

এসময় সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, ‘দেশের অভূতপূর্ব উন্নয়ন আজ দৃশ্যমান।

এই মুহূর্তে ঢাকা শহরে লক্ষরঝক্কর গাড়ি পরিবেশ বিপর্যয়ের কারণ। তবে চট্টগ্রাম এদিক থেকে অনেক ভাল পর্যায়ে আছে। জাতির জনক জনগণের প্রতি যে ওয়াদা দিয়েছেন, প্রধানমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তা আজ প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত’।

এসময় জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক  ও জনপদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। পরিবহন নেতাদের মধ্যে ছিলেন মোরশেদুল আলম কাদরী, আহসানুল্লাহ চৌধুরী হাসান, আবদুর রহমান, আজিম খান, মোশারাফ,ফারুক খান, মো. শওকত,আবুল বসর, মো. জাফর, মো. মনসুর রহমান, মো. শাহজাহান, হাসান, জাবের, মো. ইসহাক, মনছুর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ১০, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।