ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেল ৩ শতাধিক অসহায় মানুষ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, সেপ্টেম্বর ১৮, ২০২৫
বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেল ৩ শতাধিক অসহায় মানুষ

চট্টগ্রাম: সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া তিন শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ সরবারহ করেছে হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন।  

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নগরের বালুচড়া এলাকার বায়তুল কাদের জামে মসজিদ ঈদগা প্রাঙ্গণে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

 

দিনব্যাপী চলা এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিতি ছিলেন- ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ সেলিম, বাইতুল কাদের জামে মসজিদ খতিব মাওলানা কাউছার ফয়েজী, ফাউন্ডেশনের পরিচালক মো. শাহিন পারভেজ, ডা. মাসুদ পারভেজ, ডা. জেসমিন আক্তার, ডা. শারমিন আক্তার, ইসরাত জাহান মুক্তা, মাহবুবা খানম ঊর্মি, মো. হানিফ, মো. ইসহাক, মো. হালিম এবং মো, ফরিদুল আলম বাবলু প্রমুখ।

দিনব্যাপী ফ্রি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ চিকিৎসক ডা. দাউদ সিদ্দিক, চক্ষু চিকিৎসক  ডা. মাসুদ পারভেজ (চক্ষু), শিশু রোগ চিকিৎসক ডা. শারমিন আক্তার এবং গাইনি চিকিৎসক ডা. জেসমিন আক্তার।

এছাড়াও রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে করম আলি শাহ ব্লাড ফাউন্ডেশন এবং মানব সেবায় হোক আমাদের অহংকার বাংলাদেশ।

প্রসঙ্গত, হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে আসছে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- এতিম ও বৃদ্ধাশ্রমের প্রবীণদের পাশে দাঁড়ানো, অসহায়দের জন্য বিনামূল্যে চক্ষু এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসার ব্যবস্থা করা, বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো, বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।