ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দ্বিতীয় দিনেও কর্মবিরতিতে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
দ্বিতীয় দিনেও কর্মবিরতিতে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) দ্বিতীয় দিনের মতো চলছে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কর্মবিরতি।

রোববার (৯ জুলাই) সকাল ১১টায় চমেক মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন চিকিৎসকরা।

এসময় আন্দোলনরত চিকিৎসকরা তাদের দাবিগুলো তুলে ধরেন।  

তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সব কিছুর দামই বেড়েছে।

সরকার থেকে যে ভাতা দেওয়া হয় তা বর্তমান পরিস্থিতি বিবেচনায় অপ্রতুল। তাই ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হোক। কারণ পোস্ট গ্রাজুয়েশন প্রশিক্ষণ চলাকালীন কোনো চাকরি কিংবা চেম্বারে বসা যায় না।  

পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী ডা. রাকিব আদনান চৌধুরী বলেন, আমরা কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করেছি। একজন চিকিৎসকের জীবনযাত্রার মান চিন্তা করলে ২০ হাজার টাকা কিছুই নয়। আমাদের যৌক্তিক দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।  

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তাঁদের দাবিগুলো হলো- মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান এবং সকল প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।