ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীর মৃত্যু ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন থাকার তিনদিন পর জাওয়াদ মো. শিশির (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

জাওয়াদ বোয়ালখালী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার সৈয়দ বাড়ির গোলাম মাহমুদের ছেলে। সে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

জানা যায়, গত ১০ জুলাই উপজেলার জোটপুকুর এলাকায় একটি ভবনে ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় জাওয়াদ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ১২ জুলাই ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬টায় তার মৃত্যু হয়।

ওয়ার্ড কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, মরদেহ ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।